০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

সৈয়দপুরে নারীসহ দুই মাদক বিক্রেতা আটক, মাদক উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে ৬০ বোতল ফেন্সিডিল ও ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে আটককৃতদের নীলফামারী আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বালাপাড়া থেকে তাদের আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এসময় উল্লিখিত মাদকসহ দুটি মোবাইল ও একটা হিরো স্পেলেন্ডার ১০০ সিসি মোটর সাইকেলও জব্দ করা হয়েছে।

আটক মাদক বিক্রেতারা হলো, সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বালাপাড়ার অলিমুদ্দিনের মেয়ে ময়না (৩৫) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুরের হারুনুর রশিদের ছেলে মাহবুবার রহমান (৪৫)।

জানা যায়, মাহবুবার রহমান চিহ্নিত মাদক এজেন্ট। সে সৈয়দপুরসহ আশেপাশের এলাকায় পাইকারী মাদক সরবরাহ করে। আর ময়না স্থানীয়ভাবে মাদক বিক্রি করে। ঘটনার দিন ময়নার কাছে জব্দকৃত মাদক ডেলিভারি দিতে আসে মাহবুব। এসময় এলাকাবাসী দুইজনকে হাতে নাতে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আঃ ওয়াদুদ বলেন, আটক দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের ব্যাপারে আমরা সোচ্চার। তথ্য পাওয়া গেলেই আমরা ব্যবস্থা নেই।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত

সৈয়দপুরে নারীসহ দুই মাদক বিক্রেতা আটক, মাদক উদ্ধার

প্রকাশিত ০৫:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে ৬০ বোতল ফেন্সিডিল ও ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে আটককৃতদের নীলফামারী আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বালাপাড়া থেকে তাদের আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এসময় উল্লিখিত মাদকসহ দুটি মোবাইল ও একটা হিরো স্পেলেন্ডার ১০০ সিসি মোটর সাইকেলও জব্দ করা হয়েছে।

আটক মাদক বিক্রেতারা হলো, সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বালাপাড়ার অলিমুদ্দিনের মেয়ে ময়না (৩৫) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুরের হারুনুর রশিদের ছেলে মাহবুবার রহমান (৪৫)।

জানা যায়, মাহবুবার রহমান চিহ্নিত মাদক এজেন্ট। সে সৈয়দপুরসহ আশেপাশের এলাকায় পাইকারী মাদক সরবরাহ করে। আর ময়না স্থানীয়ভাবে মাদক বিক্রি করে। ঘটনার দিন ময়নার কাছে জব্দকৃত মাদক ডেলিভারি দিতে আসে মাহবুব। এসময় এলাকাবাসী দুইজনকে হাতে নাতে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আঃ ওয়াদুদ বলেন, আটক দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের ব্যাপারে আমরা সোচ্চার। তথ্য পাওয়া গেলেই আমরা ব্যবস্থা নেই।