০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

জনতার আন্দোলনে সৈয়দপুরে কুটির শিল্পমেলার নামে লটারির জুয়া বন্ধ

অবশেষে সচেতন জনতার ব্যানারে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নীলফামারীর সৈয়দপুরে আন্দোলনের পরে শহরের বিমানবন্দর সড়কের ফেয়ার পার্কে অনুষ্ঠিত কুটির শিল্প মেলার নামে মাসাধিক কাল ধরে চলা লটারির জুয়া বন্ধ ঘোষণা করা হয়েছে।

আন্দোলন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক রবিউল আইয়াল, বাংলাদেশ ইসলামি আন্দোলনের নেতা হাফেজ নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মামুনুর রশিদ মামু প্রমূখ।

দুপুরের দিকে সেনাবাহিনীর একটি দল এসে সমাবেশস্থলে এসে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে সমস্তপ্রকার জুয়া বন্ধের ঘোষণা দেন। জুয়া বন্ধের ঘোষণা দেওয়ার পর সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এরআগে মাসজুড়ে রমরমাভাবে লটারির নামে জুয়া চললেও প্রশাসন নিরব ভূমিকা পালন করায় এলাকার সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। ইতিমধ্যে সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মরন নেশার জুয়া খেলা বন্ধের দাবি উঠলেও এসব জুয়া বন্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছিল না।

এছাড়াও এসব জুয়া বন্ধে বাংলাদেশ ইসলামি শাসন আন্দোলন ও ওলামা আইয়া পরিষদ সৈয়দপুর শাখা প্রতিবাদ সভা সহ সমাবেশ করলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে কারো কোনো ভুমিকাও পরিলক্ষিত হচ্ছিল না। মাসাধিককাল থেকেই প্রতিদিনই সৈয়দপুরের পুরো উপজেলাসহ নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার কয়েকটি উপজেলাতে জুয়ার টিকিটি নিয়ে অসংখ্য ব্যাটারি চালিত অটোরিকশায় জুয়ার আয়োজকের নিযুক্ত লোকজন যেয়ে সকল বয়সিদের লটারি খেলে পুরস্কার লাভের লোভ দেখিয়ে টিকিটি বিক্রি করা আসছিল।

সব লটারিতে মোটর-সাইকেল, সোনা, পিকআপসহ নানা ধরণের আকর্ষনীয় পুরস্কার দেওয়া হচ্ছিল। আর পুরস্কারের লোভে জুয়ার নেশায় আসক্ত হয়ে উঠেছিল যুব, ছাত্র-সমাজসহ সর্বস্তরের সাধারন মানুষ। যার ফলে প্রতিদিনই সৈয়দপুরসহ নীলফামারী, দিনাজপুর ও রংপুর জেলার বেশ কয়েকটি উপজেলার হাজার-হাজার মানুষ এসব জুয়ার আসরে ভিড় জমিয়ে স্বর্বশান্ত যেমন হয়েছেন তেমনি, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে পরিবারদেরও বিপদে ফেলেছেন।

জনপ্রিয় সংবাদ

তৃতীয় পক্ষে আন্দোলনে লম্বা ছুটিতে সাবরেজিস্টার, ভোগান্তিতে জমি দাতা ও গ্রহীতারা

জনতার আন্দোলনে সৈয়দপুরে কুটির শিল্পমেলার নামে লটারির জুয়া বন্ধ

প্রকাশিত ০৯:৩৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

অবশেষে সচেতন জনতার ব্যানারে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নীলফামারীর সৈয়দপুরে আন্দোলনের পরে শহরের বিমানবন্দর সড়কের ফেয়ার পার্কে অনুষ্ঠিত কুটির শিল্প মেলার নামে মাসাধিক কাল ধরে চলা লটারির জুয়া বন্ধ ঘোষণা করা হয়েছে।

আন্দোলন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক রবিউল আইয়াল, বাংলাদেশ ইসলামি আন্দোলনের নেতা হাফেজ নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মামুনুর রশিদ মামু প্রমূখ।

দুপুরের দিকে সেনাবাহিনীর একটি দল এসে সমাবেশস্থলে এসে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে সমস্তপ্রকার জুয়া বন্ধের ঘোষণা দেন। জুয়া বন্ধের ঘোষণা দেওয়ার পর সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এরআগে মাসজুড়ে রমরমাভাবে লটারির নামে জুয়া চললেও প্রশাসন নিরব ভূমিকা পালন করায় এলাকার সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। ইতিমধ্যে সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মরন নেশার জুয়া খেলা বন্ধের দাবি উঠলেও এসব জুয়া বন্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছিল না।

এছাড়াও এসব জুয়া বন্ধে বাংলাদেশ ইসলামি শাসন আন্দোলন ও ওলামা আইয়া পরিষদ সৈয়দপুর শাখা প্রতিবাদ সভা সহ সমাবেশ করলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে কারো কোনো ভুমিকাও পরিলক্ষিত হচ্ছিল না। মাসাধিককাল থেকেই প্রতিদিনই সৈয়দপুরের পুরো উপজেলাসহ নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার কয়েকটি উপজেলাতে জুয়ার টিকিটি নিয়ে অসংখ্য ব্যাটারি চালিত অটোরিকশায় জুয়ার আয়োজকের নিযুক্ত লোকজন যেয়ে সকল বয়সিদের লটারি খেলে পুরস্কার লাভের লোভ দেখিয়ে টিকিটি বিক্রি করা আসছিল।

সব লটারিতে মোটর-সাইকেল, সোনা, পিকআপসহ নানা ধরণের আকর্ষনীয় পুরস্কার দেওয়া হচ্ছিল। আর পুরস্কারের লোভে জুয়ার নেশায় আসক্ত হয়ে উঠেছিল যুব, ছাত্র-সমাজসহ সর্বস্তরের সাধারন মানুষ। যার ফলে প্রতিদিনই সৈয়দপুরসহ নীলফামারী, দিনাজপুর ও রংপুর জেলার বেশ কয়েকটি উপজেলার হাজার-হাজার মানুষ এসব জুয়ার আসরে ভিড় জমিয়ে স্বর্বশান্ত যেমন হয়েছেন তেমনি, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে পরিবারদেরও বিপদে ফেলেছেন।