নীলফামারীর সৈয়দপুরে জুলাই গণঅভুত্থ্যনে প্রথম বার্ষিকী উপলক্ষ্যে গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সন্ধ্যায় সৈয়দপুর স্মৃতি অম্লান চত্বর থেকে গণ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতি অম্লান চত্বরে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক রংপুর, দিনাজপুর অঞ্চল অধ্যাপক মমতাজ উদ্দিন।
এ সময় আরো বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলাম, কাদিম, জামায়াতে ইসলামী উপজেলা আমীর ও নীলফামারী ৪ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মওলানা আব্দুল মুনতাকিম, নায়েবে আমীর শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারী আলহাজ¦ মাজাহারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর শহর জামায়াতে ইসলামী আমীর শরফুদ্দিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সেক্রেটারী মাওলানা ওয়াজেদ আলী।
বক্তারা অভিযোগ করেন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়েন ১ বছর হইলে ও এখন পর্যন্ত আমরা কোনা কার্যকর ভূমিকা আমরা দেখতে পাইনি। অতি বিলম্বে স্বৈরাচার দোসরদের বিচার দেখতে চাই। সকল খুন ঘুম হত্যার লুটপাটের বিচার কার্যকর করতে হবে।





















