০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

সৈয়দপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পারফরমেন্স বেজড গ্রান্ট পুরস্কার বিতরণ

নীলফামারীর সৈয়দপুর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি এডুকেশন” স্কিমের আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৪: ৩০ মিনিটে সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সৈয়দপুরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস ও সনদ পত্র প্রদান করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষায় সৈয়দপুর উপজেলায় সর্বোচ্চ নম্বর পাওয়া উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু তাহের খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমাণিক। উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, অভিভাবক, কৃতি ছাত্রছাত্রী ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং এই পুরস্কারকে ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে দেখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শুরুর আগে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

তৃতীয় পক্ষে আন্দোলনে লম্বা ছুটিতে সাবরেজিস্টার, ভোগান্তিতে জমি দাতা ও গ্রহীতারা

সৈয়দপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পারফরমেন্স বেজড গ্রান্ট পুরস্কার বিতরণ

প্রকাশিত ০৬:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

নীলফামারীর সৈয়দপুর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি এডুকেশন” স্কিমের আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৪: ৩০ মিনিটে সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সৈয়দপুরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস ও সনদ পত্র প্রদান করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষায় সৈয়দপুর উপজেলায় সর্বোচ্চ নম্বর পাওয়া উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু তাহের খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমাণিক। উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, অভিভাবক, কৃতি ছাত্রছাত্রী ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং এই পুরস্কারকে ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে দেখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শুরুর আগে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।