জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক জানিয়ে মৌন মিছিল করেছে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে সাড়ে ৫ টায় দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
এতে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট ওবায়দুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহীন আকতার , সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, কাজী একরামুল, মহিলাদলের সভাপতি রওনক জাহান রিনু,সাধারণ সম্সপাদক রুপা বেগম ছাএদলের সভাপতি আরমান, শফিকুল ইসলাম বাবু,, সহ বিএনপি সৈয়দপুর উপজেলা, পৌর কমিটি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মৌন মিছিলে শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। শেষে দলীয় কার্যালয়ে গিয়েই কর্মসূচি সমাপ্ত হয়।





















