০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

নীলফামারীতে ইসলাম মটরস্ এ হোন্ডা শাইন ১০০ সিসি বাইকের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর ডিলার ইসলাম মটরস্ নীলফামারীর আয়োজনে হোন্ডা শাইন ১০০ সিসি’র মোটর সাইকেলের মোড়ক উম্মোচন করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা শহরের বাগান বাড়ী পার্কে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর রংপুর জোনের রিজোনাল ম্যানেজার আবু সোহান ইমতিয়াজ ও ইসলাম মটরস্ নীলফামারীর সত্যধীকারী মাজেদুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন ইসলাম মটরস্ নীলফামারী এর ম্যানেজার মোঃ তানভীর রহমান সহ স্থানীয় সাংবাদিক হোন্ডার গ্রাহক ও বিভিন্ন জেলার বাইকারবৃন্দ। অনুষ্ঠানে কেক কেটে হোন্ডা শাইন ১০০ সিসি’র মোটর সাইকেলের উদ্বোধন করা হয়। এসময় প্রজেক্টরের মাধ্যমে উল্লেখিত গাড়ীটির গুনগতমান সম্পর্কে বিশেষ আলোচনা করা হয়।

রংপুর জোনের রিজোনাল ম্যানেজার আবু সোহান ইমতিয়াজ জানান, এই প্রথম কম বাজেটে হোন্ডা কোম্পানী বাজারে নিয়ে এসেছে শাইন-১০০সিসি’র মোটর সাইকেল। সিবিএস বেকিং, ইউএসপি ব্যবহার করা হয়েছে, যার কারনে বায়ু দুষণ কম হবে।

জনপ্রিয় সংবাদ

সৈয়দপুরে জাপার এমপি প্রার্থীর নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে মাথা ফাটলো শিশুর, আহত আরও ২ নারী

নীলফামারীতে ইসলাম মটরস্ এ হোন্ডা শাইন ১০০ সিসি বাইকের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত

প্রকাশিত ০৯:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর ডিলার ইসলাম মটরস্ নীলফামারীর আয়োজনে হোন্ডা শাইন ১০০ সিসি’র মোটর সাইকেলের মোড়ক উম্মোচন করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা শহরের বাগান বাড়ী পার্কে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর রংপুর জোনের রিজোনাল ম্যানেজার আবু সোহান ইমতিয়াজ ও ইসলাম মটরস্ নীলফামারীর সত্যধীকারী মাজেদুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন ইসলাম মটরস্ নীলফামারী এর ম্যানেজার মোঃ তানভীর রহমান সহ স্থানীয় সাংবাদিক হোন্ডার গ্রাহক ও বিভিন্ন জেলার বাইকারবৃন্দ। অনুষ্ঠানে কেক কেটে হোন্ডা শাইন ১০০ সিসি’র মোটর সাইকেলের উদ্বোধন করা হয়। এসময় প্রজেক্টরের মাধ্যমে উল্লেখিত গাড়ীটির গুনগতমান সম্পর্কে বিশেষ আলোচনা করা হয়।

রংপুর জোনের রিজোনাল ম্যানেজার আবু সোহান ইমতিয়াজ জানান, এই প্রথম কম বাজেটে হোন্ডা কোম্পানী বাজারে নিয়ে এসেছে শাইন-১০০সিসি’র মোটর সাইকেল। সিবিএস বেকিং, ইউএসপি ব্যবহার করা হয়েছে, যার কারনে বায়ু দুষণ কম হবে।