নীলফামারী-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপিপন্থী সাংবাদিক ফোরাম বিএফইউজের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক মোদাব্বের হোসেন সম্প্রতি গনসংযোগ করেছেন।
এছাড়া তিনি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। তিনি নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।
নীলফামারী-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপিপন্থী সাংবাদিক ফোরাম বিএফইউজের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক মোদাব্বের হোসেন সম্প্রতি কিশোরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করে বিএনপির পক্ষে ভোট চেয়েছেন। নিজের জন্য চেয়েছেন দোয়া ও সমর্থন। এসময় তিনি ৩১ দফা প্রচার করেছেন।
সাংবাদিক মোদাব্বের হোসেন সম্প্রতি কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা, পুটিমারী, রণচন্ডী, নিতাই ইউনিয়নের হাট বাজারসহ বিভিন্ন স্থানে মানুষের সাথে মতবিনিময় করেছেন। করেছেন কুশল বিনিময়। কথা দিয়েছেন পাশে থাকার। এছাড়া নিচের পরিচয় তুলে ধরে ধানের শীষের পক্ষে ভোটও চেয়েছেন।
সাংবাদিক মোদাব্বের হোসেন বলেন, আমি বিএনপির রাজনীতিতে বিশ্বাস করি। ১৭ বছর ফ্যাসিস্ট সরকার জনগণের কন্ঠ চেপে ধরেছিল। শেষে জনগণের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ধ্বংস করেছে রাষ্ট্র ব্যবস্থা। সেই ধ্বংস রাষ্ট্র সংস্কার করতে হলে বিএনপির বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে বিএনপির বিকল্প নেই।
তিনি আরও বলেন, আপনাদের দোয়া ও সমর্থন চাচ্ছি। আমি আপনাদের পাশে থেকে সুখে দূঃখে থেকে একসাথে নীলফামারী-৪ আসন ঢেলে সাজাতে চাই। আমি জনগণের ভালবাসা, সমর্থন ও দোয়া কামনা করছি।
























