ভিসা প্রতারণার ফাঁদে পরে সাড়ে আঠার লাখ টাকা খুঁইয়ে প্রতারকের বাড়ীতে অনশন করেছেন এক সিঙ্গাপুর ফেরৎ প্রবাসী যুবক।
রবিবার (২৫ আগস্ট) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ বাহাগিলি ডাঙ্গাপাড়া মোঃ সেগেন উদ্দিনের ছেলে জসিম মিয়ার (২৮) বাড়ীতে দুপুর সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত প্রতারণার শিকার মোঃ আসাদুজ্জামান(৪১) খোয়ানো টাকা ফেরৎ পেতে অনশন শুরু করেন।
তার বাড়ী ঠাকুরগাঁও জেলার রাণীশংকাইল উপজেলার মুজাহিদাবাদ গ্রামে। কিশোরগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এস আই আলমগীর হোসেনকে পাঠিয়ে ভুক্তভোগীকে থানায় নিয়ে আসে। প্রতারণার শিকার আসাদুজ্জামান বলেন, একই এলাকার প্রতারক জসিম ও জাকির সাথে প্রায় ১ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়ার পর তারা জানায় দুজন বর্তমান কানাডা প্রবাসী। ওই দেশে আমি ও বন্ধুরা কানাডা যেয়ে চাকুরী করার ইচ্ছার কথা বললে তারা বিকাশে টাকা চায়। সরল বিশ্বাসে ২০২৪ সালের মার্চ মাসে আমরা ২৫ হাজার ৯০০ টাকা বিকাশে পাঠিয়ে দেই।
পরে ওই দুই প্রতারক ভিডিও কলের মাধমে বিভিন্ন পাসপোর্ট, ভিসা, ছবি ও প্রয়োজনিয় কাগজপত্র দেখালে আমরা বিশ্বাস করে ১৮ লাখ ৫০ হাজার টাকা বিভিন্ন বিকাশ এ্যকাউন্টে পাঠিয়ে দেই। এর পরেই দুজনের মোবাইল নম্বর বন্ধ করে দেয়। সন্দেহ হলে আমরা খবর নিয়ে জানতে পারি তারা দুজনই প্রতারক। তাদের ঠিকানা বের করে স্থানীয় আত্বীয়-স্বজনদের মাধমে টাকা ফেরৎ চাইলে তাদের উপর হামলা করে ও হুমকি দেয়। তাই উপায় না দেখে আমি একাই এসে এই প্রতারকের বাড়ীতে অনশন করছি।
কিশোরগঞ্জন থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা করলে আসামীদের বিরুদ্ধে এ্যকশন নিব।
























