রংপুর দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১ টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন রাজীব হাজিপাড়া গ্রামে।
এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুরা হলেন, একই গ্রামের খাদেমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১২) ও শফিকুল ইসলামের ছেলে সাইমুন বাবু (৮) তারা দুজনে আপনা চাচাতো ভাই।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে শিশু দুটি গ্রামের পাশে খেলাধুলা করছিল। খেলা শেষ করে পরিবারের সদস্যদের অগচরে বাড়ির পাশে অবস্থিত তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে যায়। ক্যানেলের পানিতে গোসল করা অবস্থায় দুটি শিশুই পানিতে ডুবে যেতে থাকে। ক্যানেলের পাশ দিয়ে যাওয়া পথচারীরা শিশু দুটিকে পানিতে ডুবতে দেখে চিৎকার শুরু করে।
পরে স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে। কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু শিশু দুটির মৃত্যুর কথা স্বীকার করে বলেন, আমার বাড়ির পাশেই শিশু দুটির বাড়ি। তারা সকালে ক্যানেলের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গিয়ে মৃত্যুবরন করেছে। ক্যানেলে পানি বেশি থাকার কারনেই এমনটি হয়েছে। কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম শিশু দুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
























