০৪:০২ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নতুন উদ্যোগ সবুজের সন্ধানে নতুন যাত্রা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে “গ্রিন কিশোরগঞ্জ, ক্লিন কিশোরগঞ্জ”  হিসাবে গড়তে গাছের চারা রোপন করে নতুন উদ্যোগ সবুজের সন্ধানে নতুন যাত্রা  শুরু করলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।  এ লক্ষ্য বাস্তবায়নে বুধবার বিকালে   উপজেলায় ৫০,০০০ + বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বুধবার  উপজেলা প্রশাসনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় রণচণ্ডী ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় একটি রাস্তার ২ দিকে প্রায় পাঁচ শতাধিক তাল গাছের চারা রোপণ করা হয়েছে। রাস্তাটির নাম দেয়া হয়েছে তালসারি রোড।

এই ৫০,০০০ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রীতম সাহা।

গাছরোপনের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব সারোয়ার রাব্বি, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম  উপজেলা প্রকৌশলী, মাহামুদুল হাসান উপজেলা সমাজসেবা অফিসার  জাকির হোসেন সহ ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কস্তা।

উপজেলা নির্বাহী অফিসার প্রীতমসাহা বলেন,পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের ২ পাশ দিয়ে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, পলাশসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণের পরিকল্পনার রয়েছে উপজেলা প্রশাসনের।

আগামীর সবুজ, সুন্দর, দূষণমুক্ত ও বাসযোগ্য কিশোরগঞ্জ উপজেলা বিনির্মানের লক্ষ্যে এই সবুজায়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ উপজেলার শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ বাড়ির আঙ্গিনায় ১ টি করে বৃক্ষরোপণের উদাত্ত আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার।

এছাড়া আজ রোপনকৃত রাস্তার ২ ধারের গাছের নিয়মিত যত্ন নেবার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানানো হয়।

এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বৃক্ষরোপণ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নতুন উদ্যোগ সবুজের সন্ধানে নতুন যাত্রা

প্রকাশিত ১১:১৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে “গ্রিন কিশোরগঞ্জ, ক্লিন কিশোরগঞ্জ”  হিসাবে গড়তে গাছের চারা রোপন করে নতুন উদ্যোগ সবুজের সন্ধানে নতুন যাত্রা  শুরু করলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।  এ লক্ষ্য বাস্তবায়নে বুধবার বিকালে   উপজেলায় ৫০,০০০ + বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বুধবার  উপজেলা প্রশাসনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় রণচণ্ডী ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় একটি রাস্তার ২ দিকে প্রায় পাঁচ শতাধিক তাল গাছের চারা রোপণ করা হয়েছে। রাস্তাটির নাম দেয়া হয়েছে তালসারি রোড।

এই ৫০,০০০ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রীতম সাহা।

গাছরোপনের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব সারোয়ার রাব্বি, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম  উপজেলা প্রকৌশলী, মাহামুদুল হাসান উপজেলা সমাজসেবা অফিসার  জাকির হোসেন সহ ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কস্তা।

উপজেলা নির্বাহী অফিসার প্রীতমসাহা বলেন,পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের ২ পাশ দিয়ে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, পলাশসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণের পরিকল্পনার রয়েছে উপজেলা প্রশাসনের।

আগামীর সবুজ, সুন্দর, দূষণমুক্ত ও বাসযোগ্য কিশোরগঞ্জ উপজেলা বিনির্মানের লক্ষ্যে এই সবুজায়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ উপজেলার শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ বাড়ির আঙ্গিনায় ১ টি করে বৃক্ষরোপণের উদাত্ত আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার।

এছাড়া আজ রোপনকৃত রাস্তার ২ ধারের গাছের নিয়মিত যত্ন নেবার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানানো হয়।

এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বৃক্ষরোপণ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।