বুধবার (৬ আগস্ট) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জুলাই গণঅভ্যুত্থানের একমাত্র শহিদ নাঈম বাবুর ১ম মৃত্যুবার্ষিকীতে তার পরিবারের ইচ্ছানুযায়ী তার সমাধির নিকটস্থ রণচণ্ডী ইউনিয়নের সোনাকুড়ি মধ্যপাড়া জামে মসজিদে বাদ যোহর উপজেলা প্রশাসনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতমসাহা, এসময় উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর (তদন্ত), আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম উপজেলা প্রকৌশলী মাহামুদুল হক, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শহিদ নাঈম বাবুর পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় শহীদ নাঈম বাবুসহ, সকল জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও জুলাই আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
























