ছেলে মেয়ে বিভেদ নাই চলো সবাই স্কুলে যাই ,এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪১৫ জন শিক্ষার্থীদের মাঝে একটি করে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির বোতল বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এসব উপকরন শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
উপজেলা পরিষদের সহযোগিতায় ও নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে স্কুল ব্যাগসহ অন্যান্য উপকরন বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দীপঙ্কর রায় প্রধান নির্বাহী কর্মকর্তা(উপসচিব)জেলা পরিষদ নীলফামারী, মোঃ রায়হান উদ্দিন সহকারী কমিশনার ও এক্য্রিকিউটিভ ম্যাজিস্টেট নীলফামারী, কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুস ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক প্রমুখ।
এর আগে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমানের অর্থায়নে ও বড়ভিটা ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৪৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
























