নীলফামারীর ডোমারে চলতি মৌসুমে কৃষকদের মাঝে রাসায়নিক সার বিতরনের দিনে ডিলারের গোডাউন থেকে সার লুট করেছে বিক্ষুব্ধ কৃষকরা।সার বিতরণে দেরী হওয়া ও সার না পাওয়ার সংশয় নিয়ে লুটের ঘটনা ঘটেছে বলে যানা যায়। বিতরণের জন্যে মজুদ রাখা ইউরিয়া, এমওপি,টিএসপি ও ডেব সারের প্রায় এক হাজার বস্তা সার লুট হয়ে যায়।
বৃহষ্পতিবার(৪ডিসেম্বর) সকালে উপজেলার গোমনাতী ইউনিয়নের কৃষকদের জন্যে বিসিআইসি অনুমোদিত সার ডিলার আর.বি ট্্েরডার্স এর কৃষকদের মাঝে সার বিতরণের দিনে লুটের ঘটনা ঘটে।এসময় কৃষকরা গোডাউনের সার্টার ভাংচুর করে এবং দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর উত্তেজিত হয়ে উঠে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিটলার রহমান জানান,সার বিতরণ দেরীতে হওয়ায় এবং চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় উপস্থিত কৃষকরা উত্তেজিত হয়ে পড়ে।
এক পর্যায় আমার উপর চড়াও হয় ও সারের গোডাউনের সার্টার ভেঙ্গে গোডাউনে রক্ষিত বেশীরভাগ সার লুট করে নিয়ে যায়।কৃষকদের জন্যে টিএসপি ৪০বস্তা,এমওপি ১৪০বস্তা,ডেব ৩৭৪বস্তা ও ইউরিয়া ৬০০বস্তা মজুদ ছিল। মজুদকৃত অধিকাংশ বস্তা লুট করে নিয়ে যায়।
একই দিনে বামুনিয়া ইউনিয়নের বিসিআইসি ডিলার এস.বি এন্টারপ্রাইজ এ সার বিরতণকালে গুজবে কৃষকরা হট্টগোল করার চেষ্টা করে। পরে সংশ্লিষ্টরা পরিবেশ শান্ত করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. রফিকুল ইসলাম বলেন,গতকাল সন্ধ্যায় ডিলার পয়েন্টে সার ঢুকেছে যা আজ বৃহষ্পতিবার সকালে বিতরণ করার কথা ছিল।সার নিতে আসা জনগনের ভির জমলে কিছু অসাধু লোক হট্টগোল শুরু করে গোডাউন থেকে সার নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যাই,সেখানে পুলিশ ও প্রশাসন গিয়েছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।























