সমাজের পিছিয়ে পড়া আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার ও বৈষম্য নিরসনে কাজ করে যাওয়া সংগঠন অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম এর বিভাগীয় বার্ষিক সম্মেলন-২০২৫ দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা হেকস/ইপার এর আয়োজনে আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় শহরের দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ বেসরকারী সংস্থা পল্লীশ্রী’র সভাকক্ষে সমবেত কণ্ঠে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়।
সম্মেলনে দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, রংপুর ও নীলফামারী জেলার সভাপতি-সম্পাদকসহ অর্ধশতাধিক সদস্য অংশ নেন। সম্মেলনে মুখ্য অতিথি ছিলেন দিনাজপুর অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল হক ছুটু। উদ্বোধনী বক্তব্য দেন দিনাজপুর জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সভাপতি চিত্ত ঘোষ এবং স্বাগত বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্ল্যাটফর্মের সভাপতি মানিক চৌধুরী।

সম্মেলনে বিভিন্ন জেলার পক্ষ থেকে বিগত বছরগুলোর উল্লেখযোগ্য কার্যক্রমের প্রতিবেদন এবং দলীয় আলোচনার মাধ্যমে ২০২৬ সালের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এসময় প্রতিটি জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ অর্জন, চ্যালেঞ্জ ও অগ্রগতিমূলক দিকগুলো তুলে ধরেন।
দিনাজপুর জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম এর পক্ষে কর্মপরিকল্পনা উপস্থাপন করেন সহ-সভাপতি রাবেয়া খাতুন ও সাধারণ সম্পাদক আলবিনুস টুডু, কুড়িগ্রাম জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম এর কর্মপরিকল্পনা উপস্থাপন করেন সভাপতি মানিক চৌধুরী, লালমনিরহাট জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম এর পক্ষে কর্মপরিকল্পনা উপস্থাপন করেন অর্পিতা দে, ঠাকুরগাঁও জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম এর পক্ষে কর্মপরিকল্পনা উপস্থাপন করেন সাধারণ সম্পাদক বিশু রাম মুর্মু ও সদস্য রমেশ দাস, রংপুর জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম এর পক্ষে কর্মপরিকল্পনা উপস্থাপন করেন সম্পাদক পার্থ বোস ও উপদেষ্টা প্রদীপ গোস্বামী এবং নীলফামারী জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম এর পক্ষে কর্মপরিকল্পনা উপস্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক ছবি রানী দাস। জেলা সভাপতি-সম্পাদকরা সম্মিলিতভাবে মাঠপর্যায়ের অভিজ্ঞতা, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
এ ছাড়া মূল্যায়ন বক্তব্য দেন হেকস/ইপার টেকনিক্যাল অফিসার পাপন কুমার সরকার, নীলফামারীর সম্পাদক মোঃ শীষ রহমান, রংপুরের সম্পাদক পার্থ বোস, ঠাকুরগাঁও জেলা সভাপতি আবু তোরাব মানিক ও কার্যকরী সদস্য এ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, লালমনিরহাট জেলা সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন সরদার, কুড়িগ্রামের সভাপতি মানিক চৌধুরী, দিনাজপুর জেলা সম্পাদক আলবিনুস টুডু এবং ইএসডিও কো-অর্ডিনেটর সিরাজুল সালেকিন।
হেকস/ইপার প্রতিনিধি পাপন কুমার সরকার বার্ষিক অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সহযোগিতার দিকগুলো তুলে ধরে অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন।
সম্মেলনে বক্তারা বলেন, “অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের প্রতিটি সদস্যই পিছিয়ে পড়া আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর অধিকার, মানোন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। এ কার্যক্রম আগামী দিনগুলোতে আরও শক্তিশালী ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হবে।”
সম্মেলন শেষে ২০২৬ সালের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।



















