নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউস্ট) সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন সদদ্যের একটি প্রতিনিধি দল। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) সকালে ইউজিসি’র প্রতিনিধি দলের সদস্যরা ওই পরিদর্শন করেন।
সকাল নয়টা ৪০ মিনিটে ইউজিসির প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছেন। এ প্রতিনিধি দলে ছিলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া ও সিনিয়র সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন।
ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছলে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লে. কর্নেল ড. মো. শামীম রেজা (অবঃ), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব:), এবং অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর নাসিম হোসেন (অব:), সকল অনুষদের ডীনবৃন্দ, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ইউজিসি প্রতিনিধি দলের উদ্দেশ্যে বাউস্ট এর সার্বিক কার্যক্রম, একাডেমিক অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এ সময় ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসন সুবিধা, পরিবহন ব্যবস্থা এবং সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ খবর নেন।
এছাড়াও ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানকারী ছাত্রীদের নিরাপদ আবাসন ব্যবস্থা ও সুরক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। সেই সঙ্গে তাঁরা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মুক্ত ক্যাম্পাস এবং সেশনজটমুক্ত শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে দুপুর ১২টায় ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন পরিদর্শন করেন।
এছাড়াও ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত একাডেমিক ভবন ও আবাসিক হল পরিদর্শনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই পরিদর্শনের মাধ্যমে বাউস্টের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন বলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।























