০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

সৈয়দপুরে ঘন কুয়াশায় আচ্ছন্ন তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেড়েছে। কয়েক দিন ধরে জেলার তাপমাত্রায় ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ভোর থেকেই ঘন কুয়াশায় চারদিক ঢেকে থাকায় জনজীবনে স্থবিরতা নেমে আসে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় সৈয়দপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দৃষ্টি সীমা ছিল ২০০ মিটার।

টানা শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। কুয়াশার কারণে সকালে অনেকেই কাজে যেতে পারছেন না। বিভিন্ন এলাকায় শীত নিবারণের জন্য মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, আজ খুব ঘন কুয়াশা। সামনে কিছুই দেখা যাচ্ছে না। জরুরি কাজ থাকায় কষ্ট হলেও বাইরে বের হতে হচ্ছে।

মিলন নামের এক দিনমজুর বলেন, সকালে খুব ঠান্ডা থাকে। কাজে যেতে পারছি না। কাজ না করলে খাব কী?

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, গত তিন দিন আবহাওয়া ভালো ছিল এবং সূর্যের দেখা মিলেছে। আজ শনিবার সকাল থেকেই ঘনকুয়াশায় চাদরে ঢাকা কোনকিছু দেখা যাচ্ছে না।

জনপ্রিয় সংবাদ

সৈয়দপুরে জাপার এমপি প্রার্থীর নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে মাথা ফাটলো শিশুর, আহত আরও ২ নারী

সৈয়দপুরে ঘন কুয়াশায় আচ্ছন্ন তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

প্রকাশিত ০৭:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেড়েছে। কয়েক দিন ধরে জেলার তাপমাত্রায় ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ভোর থেকেই ঘন কুয়াশায় চারদিক ঢেকে থাকায় জনজীবনে স্থবিরতা নেমে আসে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় সৈয়দপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দৃষ্টি সীমা ছিল ২০০ মিটার।

টানা শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। কুয়াশার কারণে সকালে অনেকেই কাজে যেতে পারছেন না। বিভিন্ন এলাকায় শীত নিবারণের জন্য মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, আজ খুব ঘন কুয়াশা। সামনে কিছুই দেখা যাচ্ছে না। জরুরি কাজ থাকায় কষ্ট হলেও বাইরে বের হতে হচ্ছে।

মিলন নামের এক দিনমজুর বলেন, সকালে খুব ঠান্ডা থাকে। কাজে যেতে পারছি না। কাজ না করলে খাব কী?

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, গত তিন দিন আবহাওয়া ভালো ছিল এবং সূর্যের দেখা মিলেছে। আজ শনিবার সকাল থেকেই ঘনকুয়াশায় চাদরে ঢাকা কোনকিছু দেখা যাচ্ছে না।