ডোমারের কাজির হাট নামক স্থানে মিথিলা গাড়ির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে একজন আরোহি গুরুতর আহত হয় ষ, বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪ টার সময় চিলাহাটি থেকে মোটরসাইকেল নিয়ে মোঃ সাজ্জাদ চৌধুরী (৫৫) ডোমার সদরে যাওয়ার সময় কাজিরহাট নামক স্থানে মিথিলা গাড়ির সঙ্গে সংঘর্ষে গুরুদ্বার আহত হন।
সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এসে তাকে প্রথমে বোড়াগাড়ি হাসপাতালে , টসপরে রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার এক ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সে ডোমার উপজেলার চিলাহাটির চৌধুরী পাড়ার মরহুম মফিজুল হক চৌধুরীর পুত্র।
আজ বৃহস্পতিবার বাদ জোহর চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

























