০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

নীলফামারীতে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধবার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে নীলফামারীতে দিন ব্যাপী গ্রাম আদালত কার্যক্রমের অর্ধবার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক জেলা পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শুভ উদ্বোধন করেন মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক, নীলফামারী। সভার সভাপত্বিত করেন মোঃ সাইদুল ইসলাম, উপ-পরিচালক, স্থানীয় সরকার, নীলফামারী। সভার শুরুতে পরিচয় পর্ব, সভার শুরুতে প্রধান অতিথি সকলকে স্বাগত জানান এবং সমন্বয় সভার মূল উদ্দেশ্য আলোচনা করেন।

দিন ব্যাপী এই সভার সঞ্চালনায় ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের নীলফামারী জেলা ম্যানেজার মোঃ মাসুদ রানা। তিনি বলেন, এই সভার মূল উদ্দ্যেশ্য হলো জেলার গ্রাম আদালতের অগ্রগতির তথ্য উপস্থাপন করা, গ্রাম আদালত পরিচালনার সমস্যাগুলো চিহ্নিত করা এবং সমস্যা সমাধানের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সক্রিয় করা এবং গ্রামীণ জনগের বিচারিক সুবিধা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, গ্রাম আদালত সকিয়করণে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা অনেক বেশি। আপনাদের আইনটি সম্পর্কে স্বচ্ছ ধারনা রাখতে হবে এবং চেয়ারম্যান, মেম্বারদের এ বিষয়ে পরামর্শ দিতে হবে। পাশাপাশি গ্রাম আদালতের মামলার নথী ব্যবস্থাপনা করতে হবে। যে সকল ইউনিয়নে মামলা দায়েরের হার কম আছে, সেসকল ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে।

প্রশিক্ষণে নীলফামারী জেলার মোট ৬০টি ইউনিয়ন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও প্রকল্পের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছাঃ আয়শা আক্তার সহ নীলফামারী স্থানীয় সরকার শাখার বিভিন্ন কর্মকর্তাগণ।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত

নীলফামারীতে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধবার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

প্রকাশিত ০৫:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে নীলফামারীতে দিন ব্যাপী গ্রাম আদালত কার্যক্রমের অর্ধবার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক জেলা পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শুভ উদ্বোধন করেন মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক, নীলফামারী। সভার সভাপত্বিত করেন মোঃ সাইদুল ইসলাম, উপ-পরিচালক, স্থানীয় সরকার, নীলফামারী। সভার শুরুতে পরিচয় পর্ব, সভার শুরুতে প্রধান অতিথি সকলকে স্বাগত জানান এবং সমন্বয় সভার মূল উদ্দেশ্য আলোচনা করেন।

দিন ব্যাপী এই সভার সঞ্চালনায় ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের নীলফামারী জেলা ম্যানেজার মোঃ মাসুদ রানা। তিনি বলেন, এই সভার মূল উদ্দ্যেশ্য হলো জেলার গ্রাম আদালতের অগ্রগতির তথ্য উপস্থাপন করা, গ্রাম আদালত পরিচালনার সমস্যাগুলো চিহ্নিত করা এবং সমস্যা সমাধানের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সক্রিয় করা এবং গ্রামীণ জনগের বিচারিক সুবিধা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, গ্রাম আদালত সকিয়করণে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা অনেক বেশি। আপনাদের আইনটি সম্পর্কে স্বচ্ছ ধারনা রাখতে হবে এবং চেয়ারম্যান, মেম্বারদের এ বিষয়ে পরামর্শ দিতে হবে। পাশাপাশি গ্রাম আদালতের মামলার নথী ব্যবস্থাপনা করতে হবে। যে সকল ইউনিয়নে মামলা দায়েরের হার কম আছে, সেসকল ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে।

প্রশিক্ষণে নীলফামারী জেলার মোট ৬০টি ইউনিয়ন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও প্রকল্পের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছাঃ আয়শা আক্তার সহ নীলফামারী স্থানীয় সরকার শাখার বিভিন্ন কর্মকর্তাগণ।