‘দেশীয় জাত-আধুনিক প্রযুক্তি, প্রাণীসন্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে সারাদেশের মত নীলফামারীর সৈয়দপুরেও অনুষ্ঠিত হয়েছে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় রেলওয়ে ফাইভ স্টার মাঠে আয়োজিত এই মেলার উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আক্তার, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হেমন্ত কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন,
বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী ইমাম, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, ডেইরি এসোসিয়েশনের সভাপতি সহিদ আজিজ ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ডা. তাসনিয়া রহমানের উপস্থাপনায় ডা. আব্দুল করিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ধীমান ভূষণ, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা, খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ, খামারী মমিনুল ইসলাম, মনোয়ার হোসেন প্রমুখ।
মেলায় ৩০ টি স্টলে মাত্র ৩ টি উন্নত জাতের গরু, একটি ষাড়, ৩ টি দুম্বা, একটি ব্লাক বেঙ্গল ছাগল ও ৪ টি বাচ্চা, কিছু মুরগী, কবুতর, শৌখিন পাখি, বিড়াল, খরগোশ, কোয়েল, কয়েকটি ওষুধ, খাদ্য ও যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। কিন্তু প্রদর্শনীতে কোন হাস ও টার্কির স্টল না থাকায় আগ্রহীরা হতাশ হয়েছেন।




















