বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে নীলফামারীতে দুই দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে শুভ উদ্বোধন করেন মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক, নীলফামারী।
দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ সঞ্চালনায় ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের নীলফামারী জেলা ম্যানেজার মোঃ মাসুদ রানা। প্রশিক্ষণে নীলফামারী জেলার মোট ৬০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছাঃ আয়শা আক্তার সহ নীলফামারী স্থানীয় সরকার শাখার বিভিন্ন কর্মকর্তাগণ।
প্রশিক্ষণের শুরুতে পরিচয় পর্ব, প্রশিক্ষণের উদ্দেশ্য নীতিমালা, গ্রাম আদালতে অভিযোগ গ্রহণ, বিচার ব্যবস্থা, মামলা পরিচালনার ধাপ সমূহ, সালিশ ও গ্রাম আদালতের মধ্যে পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, মামলার ধরণ, গ্রাম আদালতের এখতিয়ার ও এখতিয়ার বহির্ভূত মামলা ও ভিডিও প্রদর্শনী সহ নানান বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই দুই দিন ব্যাপী প্রশিক্ষণের সভাপত্বিত করেন মোঃ সাইদুল ইসলাম, উপ-পরিচালক, স্থানীয় সরকার, নীলফামারী।
























