নীলফামারীর সৈয়দপুর আদর্শ বাািলকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক আলহাজ¦ মো. নাছিম রেজাশাহ্কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া করা হয়েছে। গতকাল বুধবার (১২ নভেম্বর) দুপুরে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের মাঠে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে বিদায়ী অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আলহাজ¦ মো. নাছিম রেজা শাহ্।
প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষাথী লাডলী এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক মো. আলমগীর সরকার, প্রভাষক মো, আব্দুল মতিন ও সিনিয়র শিক্ষক মো. আমজাদ হোসেন, শিক্ষার্থী পুরবী রায়, আনিতা ও আমেনা খাতুন প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী অতিথির উদ্দেশ্য করে লেখা মানপত্র পাঠ করা হয়েছে। মানপত্রটি পাঠ করেন প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী তাসনিম আক্তার। এছাড়াও বিদায়ী অতিথিকে উদ্দেশ্য করে লেখা কবিতা আবৃত্তি করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী শিমরান।
শেষে বিদায়ী অতিথিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব ওই উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষিকা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলহাজ¦ মো. নাছিম রেজা শাহ্ বিগত ১৯৯৪ সালের ১৯ এপ্রিল সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের বিদ্যালয় শাখায় সহকারি শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন। এর আগে তিনি রংপুর সদরের মোমিনপুরে খারুয়াবাঁধা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ১৯৯১ সালের ২ নভেম্বর থেকে ১৯৯৪ সালের ১৭ এপ্রিল পর্যন্ত সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে এক ছেলে সন্তানের জনক তিনি।























