নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের একজন মোটর সাইকেল মেকার সড়ক দূর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ মিশুর চিকিৎসার জন্য পাশে দাঁড়ালেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নের চওড়া সরকারপাড়ায় তার বাড়ি গিয়ে উপজেলা আমীর নিজে উপহার তথা অর্থ সাহায্য তুলে দেন তার হাতে। এসময় উপস্থিত ছিলেন কাশিরাম বেলপুকুর ইউনিয়নের আমীর মাস্টার খাইরুল আলম, সাবেক ইউনিয়ন সেক্রেটারী ডা. ঈসমাইল হোসেন, ওবায়দুল মানিক প্রমুখ।
প্রায় ১ মাস পূর্বে সৈয়দপুর-রংপুর মহাসড়কে মোটর সাইকেল নিয়ে দূর্ঘটনায় পতিত হয়। এতে পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে থাকায় একদিকে যেমন সংসার চালানো দায় হয়ে পড়েছিল, তেমনি চিকিৎসা ব্যয়ও সম্ভব হচ্ছিলনা। বেশ কিছুদিন ধরে পুরো পরিবার অর্থাভাবে খেয়ে না খেয়ে চলছিল।
গত কয়েকদিন যাবত তারা একপ্রহার অনাহারে দিনাতিপাত করছিল। এমন খবর পেয়ে উপজেলা জামায়াতের আমীর ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম দ্রুত এই অর্থ সাহায্য দেন।




















