দিনাজপুরের চিরিরবন্দরে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ফতেজংপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে ৩০৫ জন ভোটারের মধ্যে ২৯০ জন ভোট প্রদান করেন।

নির্বাচনে ৮ জন অভিভাবক প্রার্থী প্রতিদ্বিন্দ্বতা করেন। নির্বাচনে দুলু মিয়া ১৫০ ভোট, আশরাফ মন্ডল ১৪৯ ভোট, রফিকুল ইসলাম ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এদিকে, ওই নির্বাচনে মো. এমদাদুল হক ও সুনীল চন্দ্র উভয়ে ১৩৭ ভোট করে পান। পরে লটারীর মধ্যমে সুনীল চন্দ্র নির্বাচিত হন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হালিম, থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. জাকির শিকদারসহ থানা পুলিশ ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করেন।