ডেমক্রেসিওয়াচ কর্তৃক বাস্তবায়িত “জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং” প্রকল্পের আওতায় নীলফামারী জেলার সদর উপজেলায় “নাগরিক প্লাটফর্মের অধিকার ও প্রাপ্যতা বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়।
নাগরিকতা, সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) এর আওতায় জিএফএ কনসাল্টিং গ্রুপ জার্মান-এর কারিগরী সহযোগিতায়, কানাডিয়ান হাই কমিশন এবং সুইজারর্যান্ড দুতাবাস এর আর্থিক সহযোগিতায় প্রশিক্ষণটি পরিচালিত হয়।
সহযোগী সংস্থা উদয় অঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) -র নির্বাহী পরিচালক জনাব ভুবন চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে ২ দিনের (১৪ ও ১৫ অক্টোবর) প্রশিক্ষণ উদ্বোধন করেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণটি আখতারুল হাবিব প্রশিক্ষণ কেন্দ্র, নীলফামারী তে পরিচালিত হয়েছে।
জেন্ডার ধারনা, বৈষম্য নিরসন এবং সমতা অর্জন, নারীর উপর সহিংসতার ধরন, কারণ, প্রভাব ও প্রতিরোধ, বাল্যবিবাহের প্রভাব ও প্রতিরোধে নাগরিকের করণীয়, জি-বি-ভি ডেটা সংগ্রহ, মনিটরিং কৌশল, তথ্য অধিকার (আর টি আই), নারী নির্যাতন প্রতিরোধ কমিটি সক্রিয় করণ, এসডিজি-৫ ও ১৬ লক্ষ্যমাত্রা অর্জন, ইউনিয়ন পরিষদ ও সরকারী সেবা সম্পর্কে স্বচ্ছতা, জবাবদিহীতা প্রতিষ্ঠা, জলবায়ু ন্যায়বিচার, এ্যাডভোকেসি ও নাগরিক উদ্দেগ্য বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন নীলফামারী জেলার সদর উপজেলা ”নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ।
জনাব, মো: আব্দুস সেলিম (ক্যাপাসিটি বিল্ডিং এন্ড আউটরিচ কো-অর্ডিনেটর, ডেমক্রেসিওয়াচ) প্রশিক্ষণ পরিচালনা করেন, তাকে সহয়তা করেন মুজিবার রহমান (জেলা প্রকল্প সমন্বয়কারী), নাদিরা আক্তার (সিনিয়র প্রোগ্রাম অফিসার), মো আব্দুর রউফ (ফিল্ড কো-অর্ডিনেটর, উদয় অঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)- মোছা: ছালমা আক্তার (ফিল্ড কো-অর্ডিনেটর, উদয় অঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)। জনাব মো: আক্তার উল আলম (রাজু) (আহবায়ক নাগরিক প্লাটফর্ম) প্রশিক্ষণ সমাপনি বক্তব্য রাখেন।


















