০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

সৈয়দপুরে সতীর্থের উদ্যোগে নাটক ‘অথঃ স্বর্গ বিচিত্রা’ মঞ্চস্থ

নীলফামারীর সৈয়দপুরে মঞ্চস্থ হয়েছে নাটক ‘অথঃ স্বর্গ বিচিত্রা’। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯ টায় শহরের ঐতিহ্যবাহী রেলওয়ে মর্তুজা ইনস্টিটিউটে মঞ্চ নাটকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নাটকটি মঞ্চস্থ করেছে সৈয়দপুরের সতীর্থ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।

এটি ছিল সংঠনটির পঞ্চম প্রযোজনা। রাজনৈতিক ব্যঙ্গাত্মক এই নাটকটি উপভোগ করেন দেড় শতাধিক নাট্যপ্রেমী দর্শক। রাধারমন ঘোষের লেখায় নাটকটির নির্দেশনা দিয়েছেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সদস্য আমিরুল বাপ্পি।

নাটকটি ব্রম্মা চরিত্রে সতীর্থের জ্যেষ্ঠ সদস্য গোলাম রুবায়েদ মিন্টু, বিষ্ণুদেব চরিত্রে কামরুজ্জামান শাওন,  কামদেব সারোয়ার রহমান, শনিদেব সায়মা পারভীন রুহি, নারদ তানভির, চন্দ্রদেব শরিফুল ইসলাম সাজু, যমরাজ চরিত্রে মিজানুর রহমান মিজান ও  খ্যাদা কোদালী চরিত্রে মো: লাবিব অভিনয় করেন। নাটকের চরিত্রাভিনেতারা জানান দীর্ঘদিন পর নাটক মঞ্চস্থ করতে পেরে আনন্দিত তারা। সেন্ট জেরোজা স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নূজহাত মৌনতা বলেন, আমি প্রথম মঞ্চ নাটক দেখলাম। আমার খুব ভালো লেগেছে। আরো এমন নাটক দেখতে চাই।

নাটকটির নির্দেশক আমিরুল বাপ্পি বলেন, নির্দিষ্ট কোন লক্ষ্য নয়। নিখাদ বিনোদনের জন্যই এই নাটক। তবে, নাটকের মধ্যে যে বার্তা রয়েছে তা নিজেরা ধারণ করতে পারলে সমাজে অনেকখানি পরিবর্তন সম্ভব।

আয়োজক সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাধারণ ইকবাল হোসেন  জানান, সমাজ পরিবর্তনে কিছুটা ভুমিকা রাখতে চায় এই সংগঠনটি। এই ধরণের প্রযোজনা ভবিষ্যতে আরো হবে এ নিয়ে কাজ করছি।

জনপ্রিয় সংবাদ

তৃতীয় পক্ষে আন্দোলনে লম্বা ছুটিতে সাবরেজিস্টার, ভোগান্তিতে জমি দাতা ও গ্রহীতারা

সৈয়দপুরে সতীর্থের উদ্যোগে নাটক ‘অথঃ স্বর্গ বিচিত্রা’ মঞ্চস্থ

প্রকাশিত ০৫:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে মঞ্চস্থ হয়েছে নাটক ‘অথঃ স্বর্গ বিচিত্রা’। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯ টায় শহরের ঐতিহ্যবাহী রেলওয়ে মর্তুজা ইনস্টিটিউটে মঞ্চ নাটকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নাটকটি মঞ্চস্থ করেছে সৈয়দপুরের সতীর্থ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।

এটি ছিল সংঠনটির পঞ্চম প্রযোজনা। রাজনৈতিক ব্যঙ্গাত্মক এই নাটকটি উপভোগ করেন দেড় শতাধিক নাট্যপ্রেমী দর্শক। রাধারমন ঘোষের লেখায় নাটকটির নির্দেশনা দিয়েছেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সদস্য আমিরুল বাপ্পি।

নাটকটি ব্রম্মা চরিত্রে সতীর্থের জ্যেষ্ঠ সদস্য গোলাম রুবায়েদ মিন্টু, বিষ্ণুদেব চরিত্রে কামরুজ্জামান শাওন,  কামদেব সারোয়ার রহমান, শনিদেব সায়মা পারভীন রুহি, নারদ তানভির, চন্দ্রদেব শরিফুল ইসলাম সাজু, যমরাজ চরিত্রে মিজানুর রহমান মিজান ও  খ্যাদা কোদালী চরিত্রে মো: লাবিব অভিনয় করেন। নাটকের চরিত্রাভিনেতারা জানান দীর্ঘদিন পর নাটক মঞ্চস্থ করতে পেরে আনন্দিত তারা। সেন্ট জেরোজা স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নূজহাত মৌনতা বলেন, আমি প্রথম মঞ্চ নাটক দেখলাম। আমার খুব ভালো লেগেছে। আরো এমন নাটক দেখতে চাই।

নাটকটির নির্দেশক আমিরুল বাপ্পি বলেন, নির্দিষ্ট কোন লক্ষ্য নয়। নিখাদ বিনোদনের জন্যই এই নাটক। তবে, নাটকের মধ্যে যে বার্তা রয়েছে তা নিজেরা ধারণ করতে পারলে সমাজে অনেকখানি পরিবর্তন সম্ভব।

আয়োজক সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাধারণ ইকবাল হোসেন  জানান, সমাজ পরিবর্তনে কিছুটা ভুমিকা রাখতে চায় এই সংগঠনটি। এই ধরণের প্রযোজনা ভবিষ্যতে আরো হবে এ নিয়ে কাজ করছি।