নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদের আইনিভিওি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে শুক্রবার (২৬সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্হানীয় জি আর পি মোড় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জি আর পি মোড়ে এক সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী সৈয়দপুর উপজেলা ও শহর জামায়াতে ইসলামী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন নীলফামারী ৪ আসনের জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম।
এ সময় আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত প্রার্থী মো:শফিকুল ইসলাম, সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর সভাপতি আব্দুল মোমেন, কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুহিত দুলাল প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন শহর আমীর শরফুদ্দিন খান।
সমাবেশ পরিচালনা করেন শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী। সমাবেশে শহর উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে।
প্রধান অতিথি উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম বলেন,জুলাই জাতীয় সনদের ভিওিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুনীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয়পাটি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তা না হলে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করে রাজপথে দাবী আদায় করা হবে।




















