বাল্যবিয়ে করার অপরাধে দুইজনকে ৩৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্যাম্যামান আদালত। রবিবার গভীর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের সাতপাই গ্রামে বাল্য বিয়ের সংবাদ পেয়ে বর ও কনের দুলাভাইকে এ সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতমসাহা।
সাজাপ্রাপ্তরা হলেন বর মোঃ লিমন মিয়া ও কনের দুলাভাই ইব্রাহিম হোসেন নাহিদ। উপজেলা নির্বাহী অফিসার ও ভাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা জানান, গতকাল গভীর রাতে জানতে পারি পুটিমারী ইউনিয়নের সাতপাই গ্রামের ওবায়দুল ইসলামের নাবালিকা মেয়ের সাথে নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিমন ইসলামের বিবাহ সম্পন্ন হচ্ছে।
এসময় ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে করার অপরাধে বর লিমন ইসলামকে বাল্য বিয়ে নিরোধ ২০১৭ এর ৭(১) ধারা মোতাবেক ২০ হাজার টাকা ও কনের দুলাভাই কিশোরগঞ্জ সদও ইউনিয়নের কেশবা গ্রামের ইব্রাহিম হোসেন নাহিদকে ৮ ধারা মোতাবেক ১৫ হাজার টাকা অর্থদন্ড দিয়ে সর্তক করা হয়েছে।


























