উপজেলায় আজ যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ ” আর্থিক সাক্ষরতা কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল আর্থিক সাক্ষরতা প্রদান এবং শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা।
আজ ১০ সেপ্টেম্বর বুধবার যমুনা ব্যাংক পিএলসির দেবীগঞ্জ শাখায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যাক্ষ মোঃ আকাতার করিম।
যমুনা ব্যাংক পিএলসির দেবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো মাহফুজ আলমের সভাপতিত্বে এ কর্মসূচীতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে ডিজিটাল আর্থিক সেবায় দক্ষ করে তোলা এবং সঠিক অর্থ ব্যবস্থাপনায় সচেতন করার বিকল্প নেই। এ সময় ডিজিটাল ব্যাংকিং সেবা, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, ঋণ ও বিনিয়োগের সুযোগ, জাল নোট চেনার উপায়, সাইবার নিরাপত্তা এবং উদ্যোক্তা উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি আগামী দিনের ব্যাংকিং খাতে তরুণদের ভূমিকা ও টেকসই উন্নয়নে তাদের দায়িত্ব নিয়েও আলোকপাত করা হয়।
























