নীলফামারীর ডোমারে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নে তেলিপাড়া গ্রামে শুক্রবার সন্ধ্যায়।
মৃত শিশুরা হলো কেতকীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা (৭) ও একই গ্রামের তাহেরুলের ছেলে তৌফিক(৬)।
স্থানীয়রা জানায়, পরিবারের অজান্তে বাড়ীর ছেঁড়া মশারির টুকরো নিয়ে বাড়ীর পাশ্ববর্তী পাঙ্গা নদীতে মাছ ধরতে নামে ৩ জন শিশু। এক পর্যায়ে নদীর মাঝখানে গেলে পানিতে ডুবে যায় হুমায়রা ও তৌফিক। এসময় তাদের সাথে থাকা অপর শিশু সিয়াম নদীর উপরে উঠে চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন এসে ডুবে যাওয়া শিশু ২টিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।
কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

























