১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে তুলশীরাম স্কুলের প্রধান শিক্ষকের গাড়ির গ্যারেজ রাতারাতি হয়ে গেল ক্যান্টিন

নীলফামারীর সৈয়দপুরে তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্থে শিক্ষার্থীদের খেলার মাঠে প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) ব্যক্তিগত গাড়ির জন্য একটি টিনসেডের বিশাল গ্যারেজ তৈরি করা হয়েছিল। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশের পর গ্যারেজটিকে প্রতিষ্ঠানের টিফিন ঘর ও ক্যান্টিনে রূপান্তরিত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটি ২০১৭ সালে জাতীয়করণ করা হয়। ২০২৩ সালে ৪ এপ্রিল ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে  যোগদান করেন শিল্পী আক্তার। পরে ২০২৪ সালের ৭ মে থেকে প্রধান শিক্ষকের(ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করছেন তিনি।

প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয় চত্বরে প্রতিষ্ঠানের অর্থে গত জানুয়ারি মাসে ব্যক্তিগত গাড়ির জন্য একটি বিশাল টিনসেড গ্যারেজ তৈরি করেন তিনি। এ নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় সচিত্র খবর প্রকাশের পর মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের স্কুল শাখার উপ-পরিচালকের (ডিডি) মোছা. রোকসানা বেগমের নজরে আসে বিষয়টি। তার নির্দেশে ঘটনার বিষয়ে খোঁজখবর নিতে গত ১৭ জুলাই নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান সরেজমিনে পরিদর্শনে আসেন এবং ঘটনার সত্যতা পান।

এ অবস্থায় প্রধান শিক্ষক তার অপরাধ কর্মকান্ড ঢাকতে তৎপর হয়ে উঠেন। গ্যারেজ থেকে গাড়ি সরিয়ে রাতারাতি এটিকে পরিণত করেন প্রতিষ্ঠানের ছাত্রীদের টিফিন ঘর ও ক্যান্টিনে। এ নিয়ে মন্তব্য জানাতে সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কয়েক দফা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

বিষয়
জনপ্রিয় সংবাদ

ডিমলায় গ্রাম আদালতের উঠান বৈঠক অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে তুলশীরাম স্কুলের প্রধান শিক্ষকের গাড়ির গ্যারেজ রাতারাতি হয়ে গেল ক্যান্টিন

প্রকাশিত ০৯:১০:০১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্থে শিক্ষার্থীদের খেলার মাঠে প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) ব্যক্তিগত গাড়ির জন্য একটি টিনসেডের বিশাল গ্যারেজ তৈরি করা হয়েছিল। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশের পর গ্যারেজটিকে প্রতিষ্ঠানের টিফিন ঘর ও ক্যান্টিনে রূপান্তরিত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটি ২০১৭ সালে জাতীয়করণ করা হয়। ২০২৩ সালে ৪ এপ্রিল ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে  যোগদান করেন শিল্পী আক্তার। পরে ২০২৪ সালের ৭ মে থেকে প্রধান শিক্ষকের(ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করছেন তিনি।

প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয় চত্বরে প্রতিষ্ঠানের অর্থে গত জানুয়ারি মাসে ব্যক্তিগত গাড়ির জন্য একটি বিশাল টিনসেড গ্যারেজ তৈরি করেন তিনি। এ নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় সচিত্র খবর প্রকাশের পর মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের স্কুল শাখার উপ-পরিচালকের (ডিডি) মোছা. রোকসানা বেগমের নজরে আসে বিষয়টি। তার নির্দেশে ঘটনার বিষয়ে খোঁজখবর নিতে গত ১৭ জুলাই নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান সরেজমিনে পরিদর্শনে আসেন এবং ঘটনার সত্যতা পান।

এ অবস্থায় প্রধান শিক্ষক তার অপরাধ কর্মকান্ড ঢাকতে তৎপর হয়ে উঠেন। গ্যারেজ থেকে গাড়ি সরিয়ে রাতারাতি এটিকে পরিণত করেন প্রতিষ্ঠানের ছাত্রীদের টিফিন ঘর ও ক্যান্টিনে। এ নিয়ে মন্তব্য জানাতে সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কয়েক দফা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।