নীলফামারীর সৈয়দপুরে সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সৈয়দপুর (সোর্স) এর উদ্যােগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকেলে শহরের মুর্তজা মিলনায়তনে সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. সাজেদুল ইসলাম সাজুর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সংববর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও ট্রেজারার এবং সাবেক বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. নেয়ামুল ইসলাম ফাতেমী বীর-প্রতীক।
এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোসফেক-উল-হাসান, তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী আক্তার, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের প্রধান শিক্ষক খালেকুজ্জামান, সৈয়দপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সেকেন্দার আলী আদনান প্রমূখ।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয় এ অনুষ্ঠানেস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।





















