০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

সৈয়দপুরে বাউস্টে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সম্মেলন ও আইইইই বাউস্ট স্টুডেন্ট ব্র্যাঞ্চের উদ্বোধণী অনুষ্ঠান

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন-২০২৫।

ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের (আইইইই) কোয়ান্টাম ফটোনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নেটওয়ার্কিং বিষয়ক ওই সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলন যৌথভাবে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (আইইইই) এবং বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বাউস্ট)।

গত ৩১ জুলাই থেকে গতকাল শনিবার (২ আগস্ট)  পর্যন্ত আয়োজিত ওই সম্মেলনে বিশ্বের ২৫টি দেশের খ্যাতনাম গবেষক, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিদগণ অংশ গ্রহন করেন। সম্মেলনের প্রথম দুই দিন অনলাইনে এবং শেষ দিন সরাসরি সেশনের মাধ্যমে বাউস্টে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কোয়ান্টাম ফটোনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নেটওয়ার্কিংসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে এক হাজার আটটিরও বেশি গবেষণা , প্রবন্ধ জমা পড়ে। সেখান থেকে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে পাঁচ শতটি প্রবন্ধ নির্বাচন করা হয়। পরবর্তীতে এর মধ্যে ১৯০টি প্রবন্ধ সরাসরি বাউস্ট ক্যাম্পাসে উপস্থাপিত হয়।

একই দিনে ইনস্টিটিড অব ইলেট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(আইইইই)) বাউস্ট স্টুডেন্ট ব্র্যাঞ্চ এর যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন।

আইইইই বাউস্ট স্টুডেন্ট ব্র্যাঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমেরিকার ডেলাওয়্যার স্টেট ইউনিভার্সিটির ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স এন্ড কম্পিউটার সায়েন্স বিভাগের প্রফেসর ইঞ্জিনিয়ার ড. মুকিত এম রানা।

এতে কি-নোট বক্তব্য প্রদান করেন আইইইই ফটোনিক্স সোসাইিিটর প্রতিনিধি মো.ময়নুল ইসলাম ও মো. তাবিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেবট্রনিক্স (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান ড. রুবিনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার পিএসসি বলেন, মানবকল্যাণে প্রযুক্তিনির্ভর গবেষণার কোন বিকল্প নেই। আইইইই স্টুডেন্ট ব্র্যাঞ্চ শিক্ষার্থীদের সেই গবেষণাভিত্তিক চর্চায় যুক্ত করবে, যা তাদের ক্যারিয়ার এবং দেশের অগ্রগতিতে দৃঢ় অবদান রাখবে।

এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জ্ঞান, গবেষণা, প্রযুক্তিগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ওয়ার্কশপ, প্রশিক্ষণ,,প্রতিযোগিতা ও গবেষণা প্রকল্পে অংশ গ্রহনের সুযোগ পাবে, যা তাদের পেশাগত উন্নয়নে এক নতুন মাত্রা যুক্ত করবে।

স্টুডেন্ট ব্র্যাঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ড. মুকিত এম রানা আইইইই ও গবেষণার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।  শেষে প্রধান অতিথি বিশ^বিদ্যালয়ের উপাচার্য আইইইই বাউস্ট স্টুডেন্ট ব্র্যাঞ্চ এর উদ্বোধন ঘোষণা করেন। পরে এর শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে একটি কেক কাটা হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. শামীম রেজার সার্বিক তত্ত¡াবধানে সম্মেলনে ও উদ্বোধনী অনুষ্ঠানে রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক,বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বাংলাদেশ সেকশনের আমন্ত্রিত অতিথি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত গবেষকবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বাউস্টের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

জনপ্রিয় সংবাদ

তৃতীয় পক্ষে আন্দোলনে লম্বা ছুটিতে সাবরেজিস্টার, ভোগান্তিতে জমি দাতা ও গ্রহীতারা

সৈয়দপুরে বাউস্টে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সম্মেলন ও আইইইই বাউস্ট স্টুডেন্ট ব্র্যাঞ্চের উদ্বোধণী অনুষ্ঠান

প্রকাশিত ০৯:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন-২০২৫।

ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের (আইইইই) কোয়ান্টাম ফটোনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নেটওয়ার্কিং বিষয়ক ওই সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলন যৌথভাবে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (আইইইই) এবং বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বাউস্ট)।

গত ৩১ জুলাই থেকে গতকাল শনিবার (২ আগস্ট)  পর্যন্ত আয়োজিত ওই সম্মেলনে বিশ্বের ২৫টি দেশের খ্যাতনাম গবেষক, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিদগণ অংশ গ্রহন করেন। সম্মেলনের প্রথম দুই দিন অনলাইনে এবং শেষ দিন সরাসরি সেশনের মাধ্যমে বাউস্টে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কোয়ান্টাম ফটোনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নেটওয়ার্কিংসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে এক হাজার আটটিরও বেশি গবেষণা , প্রবন্ধ জমা পড়ে। সেখান থেকে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে পাঁচ শতটি প্রবন্ধ নির্বাচন করা হয়। পরবর্তীতে এর মধ্যে ১৯০টি প্রবন্ধ সরাসরি বাউস্ট ক্যাম্পাসে উপস্থাপিত হয়।

একই দিনে ইনস্টিটিড অব ইলেট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(আইইইই)) বাউস্ট স্টুডেন্ট ব্র্যাঞ্চ এর যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন।

আইইইই বাউস্ট স্টুডেন্ট ব্র্যাঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমেরিকার ডেলাওয়্যার স্টেট ইউনিভার্সিটির ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স এন্ড কম্পিউটার সায়েন্স বিভাগের প্রফেসর ইঞ্জিনিয়ার ড. মুকিত এম রানা।

এতে কি-নোট বক্তব্য প্রদান করেন আইইইই ফটোনিক্স সোসাইিিটর প্রতিনিধি মো.ময়নুল ইসলাম ও মো. তাবিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেবট্রনিক্স (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান ড. রুবিনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার পিএসসি বলেন, মানবকল্যাণে প্রযুক্তিনির্ভর গবেষণার কোন বিকল্প নেই। আইইইই স্টুডেন্ট ব্র্যাঞ্চ শিক্ষার্থীদের সেই গবেষণাভিত্তিক চর্চায় যুক্ত করবে, যা তাদের ক্যারিয়ার এবং দেশের অগ্রগতিতে দৃঢ় অবদান রাখবে।

এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জ্ঞান, গবেষণা, প্রযুক্তিগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ওয়ার্কশপ, প্রশিক্ষণ,,প্রতিযোগিতা ও গবেষণা প্রকল্পে অংশ গ্রহনের সুযোগ পাবে, যা তাদের পেশাগত উন্নয়নে এক নতুন মাত্রা যুক্ত করবে।

স্টুডেন্ট ব্র্যাঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ড. মুকিত এম রানা আইইইই ও গবেষণার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।  শেষে প্রধান অতিথি বিশ^বিদ্যালয়ের উপাচার্য আইইইই বাউস্ট স্টুডেন্ট ব্র্যাঞ্চ এর উদ্বোধন ঘোষণা করেন। পরে এর শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে একটি কেক কাটা হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. শামীম রেজার সার্বিক তত্ত¡াবধানে সম্মেলনে ও উদ্বোধনী অনুষ্ঠানে রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক,বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বাংলাদেশ সেকশনের আমন্ত্রিত অতিথি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত গবেষকবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বাউস্টের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।