“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে এক দিন ব্যাপি অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটচল ম্যাচ-২০২৫।

শনিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নীলফামারী বড় মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধণ করনে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভূবন মোহন তরফদার।



এক দিন ব্যাপি এই ফুটবল ম্যাচে নীলফামারী রেফারী কিংস ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করে জয়ী হন নীলফামারী রেফারী টাইগার্স ফুটবল দল।


এই প্রীতি ফুটবল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। আরো উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপি’র আহ্বায়ক মো: সেলিম ফারুক, নীলফামারী জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মোস্তফা প্রধান বাচ্চু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. আবু মোহাম্মদ সোয়েম, নীলফামারী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রেফারীগণ ও তাঁদের পরিবারবর্গ সহ উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীগণ।



















