দেশব্যাপি, চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে ছাত্র ও জনতা বিক্ষোভ মিছিল বের করে। ১২ জুলাই (শনিবার) রাত ৮টায় শহরের স্থানীয় শহীদ স্মরণী থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দপুর ট্রাফিক বক্সের সামনে একটি পথ সভায় বক্তারা বলেন, পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে চাঁদাবাজ যুবদল কর্মীদের হাতে সোহাগ নামে এক ব্যবসায়ী নিহত হওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে সারা দেশের ছাত্র সমাজ।
বক্তারা চাঁদাবাজি, রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রনেতারা। তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ন্যায় যারা মানুষ খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাদের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে।
জুলাইয়ের বিপ্লবীরা ঘরে বসে থাকবে না, রাজপথেই এর জবাব দেওয়া হবে।’ সমাবেশ থেকে অবিলম্বে ঢাকার মিটফোর্ড ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।





















