১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ছোট পর্দার ফারিণ এবার রূপালি পর্দায়

ঈদ মানেই ঢালিউডে নতুন সিনেমার ঝলক। রঙিন ব্যানারে পোস্টার, তারকাদের মুখরতা, আর দর্শকের আগ্রহ সব মিলিয়ে উৎসবের আমেজে সিনেমা যেন বাড়তি আনন্দের রসদ হয়ে ওঠে। ঠিক এমন এক আবহে এবারের ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে আলোচিত চলচ্চিত্র ‘ইনসাফ’। আর এই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় প্রথমবারের মতো অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তার বিপরীতে রয়েছেন তরুণ প্রজন্মের চর্চিত মুখ শরীফুল রাজ। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

তাসনিয়া ফারিণ মানেই অভিনয়ে সংবেদনশীলতা আর বাস্তবতার মিশ্রণ। ‘লেডি কিলার’, ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘হৃদ মাঝারে তুমি’র মতো নাটক বা ওয়েব কনটেন্টে তিনি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তাতে দর্শকপ্রিয়তার শীর্ষে তার অবস্থান নিশ্চিত। কিন্তু এবার তার লক্ষ্য সিনেমার বিশাল পর্দা। ‘ইনসাফ’ তার জন্য শুধু একটি সিনেমা নয়, বরং নতুন এক মাধ্যমের প্রথম ছোঁয়া, যেখানে তাকে দেখা যাবে ভিন্নরূপে, আরও গভীর শক্তিশালী চরিত্রে।

 

তাসনিয়া ফারিণের বিপরীতে অভিনয় করছেন রাজ, যিনি ইতিমধ্যেই ‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘গুণিন’-এর মতো চলচ্চিত্রে দর্শক মাতিয়ে দিয়েছেন।

 

রাজের সংলাপের নিচু টোন, চোখের ভাষা আর সংযত অভিনয় দর্শককে ভাবায়। আর ফারিণের অভিনয়ের মূলে রয়েছে আবেগ আর পরিণত সংবেদন। এই দুই ভিন্নধর্মী অভিনয়শিল্পী যখন এক ফ্রেমে, তখন রসায়ন জমে ওঠাটাই স্বাভাবিক।

 

সিনেমার ট্রেলার বা টিজারে দেখা গেছে, ‘ইনসাফ’ শুধু একটি প্রেমের গল্প নয়, বরং এর মাঝে রয়েছে রহস্য, রাজনৈতিক টানাপড়েন এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের চিত্র।

 

রাজ-ফারিণ জুটির মধ্যকার টানাপোড়েন ও সংবেদনশীল মুহূর্তগুলো এরই মধ্যে দর্শকের আগ্রহ উসকে দিয়েছে।

 

‘ইনসাফ’ শুধু তারকাবহুল একটি সিনেমা নয়। এটি নির্মিত হয়েছে সময় সচেতন গল্প নিয়ে, যেখানে সমাজ, সম্পর্ক এবং ব্যক্তিগত যুদ্ধগুলো একসঙ্গে মিশে যায়।

 

ইনসাফে ফারিণের চরিত্রটি আত্মবিশ্বাসী, কিন্তু অভ্যন্তরীণ টানাপোড়েনে জর্জরিত নারীর। আর রাজ অভিনয় করছেন এমন একজন যুবকের চরিত্রে, যিনি ভালোবাসা, সংগ্রাম এবং সিদ্ধান্তের দ্বন্দ্বে জর্জরিত। তাদের পথচলা যেন দুই বিপরীত স্রোতের মতো, যা একসময় এসে ধাক্কা খায় এক গভীর ‘ইনসাফ’ এর মুখোমুখি।