নীলফামারীর সৈয়দপুরে আবারও আওয়ামী লীগের ৩০০ নেতা কর্মীদের নামে মামলা করা হয়েছে। গতকাল সৈয়দপুর থানায় নূর ইসলাম বাদী হয়ে বিভিন্ন ধারায় ওই মামলা দায়ের করেন। মামলা নং ০৪। মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন মহাসিনুল হক মহসিন, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, মনিরুজ্জামান জুন, চেয়ারম্যান, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ, আজম আলী সরকার, সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, নজরুল ইসলাম রয়েল, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখা নাম উল্লেখসহ ৬৪জন ও অজ্ঞত নামে ২শ থেকে ৩শ জন। মামলার বাদী সৈয়দপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য। উল্লেখ, বাদী নূর ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ আগস্ট সৈয়দপুরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।