রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন অর রশিদ শনিবার (৭ই সেপ্টেম্বর) সকালে কমিউনিটি রেডিও ‘সারাবেলা’ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি রেডিও স্টুডিও, নিউজ রুম, টান্সমিশন কন্ট্রোল রুম ও অনুষ্ঠান শাখার কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শন শেষে স্টেশন ম্যানেজারের কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিউনিটি রেডিও-র স্টেশন ম্যানেজার মোস্তাফিজুর রহমান গোলাপ জানান, বর্তমান রেডিও ‘সারাবেলা’ সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচার করছে। এই কমিউনিটি রেডিও থেকে দৈনিক চারবার স্থানীয় সংবাদ প্রচারিত হচ্ছে। তিনি আরও জানান, রেডিও সারাবেলা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারী উন্নয়ন, আইনি পরামর্শ-সহ আর্থসামাজিক বিভিন্ন বিষয়ে অনুষ্ঠান প্রচার করছে। মতবিনিময় সভায় সিনিয়র তথ্য অফিসার মামুন অর রশিদ বলেন, স্থানীয় জনগণের আগ্রহ ও আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে কমিউনিটি রেডিওতে অনুষ্ঠান প্রচার করতে হবে। তিনি রেডিওর অনুষ্ঠানে শ্রোতাদের মোবাইল ফোনে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় কমিউনিটি রেডিও-র কার্যক্রম, প্রোগ্রামের মান-উন্নয়নে করণীয়, রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সঙ্গে কমিউনিটি রেডিও-র তথ্য আদান-প্রদান, কমিউনিটি রেডিও-র চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা হয়। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুসা নাসের চৌধুরী, কমিউনিটি রেডিও-র স্টেশন ম্যানেজার মোস্তাফিজুর রহমান গোলাপ, সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার কৃষ্ণ কমল-সহ রেডিওর অনুষ্ঠান উপস্থাপকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ই এপ্রিল এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধা জেলায় কমিউনিটি রেডিও ‘সারাবেলা’র যাত্রা শুরু হয়। এফএম ৯৮.৮ মেগাহার্জে এই কমিউনিটি রেডিও সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।