শনিবার , ৩১ আগস্ট ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সৈয়দপুর থানার ওসি ক্লোজড

প্রতিবেদক
সৈয়দপুর প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ণ

নীলফামারীর সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলমকে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গত শুক্রবার (৩০ আগস্ট) পুলিশ সুপার মো. মোকবুল হোসেন স্বাক্ষরিত পত্রে তাকে ক্লোজড করা হয়। পত্রে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পত্রের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার মো. মোকবুল হোসেন ক্লোজডের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ আগস্ট সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলমের নির্দেশে ছাত্র জনতার ওপর গুলি বর্ষণ করলে প্রায় শতাধিক আন্দোলনকারী আহত হন। অনেকের দৃষ্টিশক্তি হারানোর পথে। এছাড়াও নিরিহ শিক্ষার্থীদের বাড়ি থেকে তুলে নিয়ে থানায় বেদম প্রহার করা হয়। ছাত্ররা পানি চাইলে তাদের প্রস্রাব পান করানো হয় বলে তারা অভিযোগ করেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন টিভি চ্যানেল বাংলা ভিশনে সম্প্রতি সম্প্রচার হয়। তা দেখে স্থানীয় ছাত্র জনতা তার বিচারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বোচ্চার হন। ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে (ওসি) শাহা আলমকে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
গত শুক্রবার (৩০ আগস্ট) নীলফামারী জেলা পুলিশ সুপার মো. মোকবুল হোসেন স্বাক্ষরিত এক পত্রে তাকে ক্লোজড করা হয়।

সর্বশেষ - রংপুর বিভাগ

আপনার জন্য নির্বাচিত