নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার (১০ আগস্ট) রাত ৯ টার দিকে স্থানীয় একটি হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর সরকারী কলেজের শিক্ষার্থী মো. সাকিব হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদ, লায়ন্স স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র শাহরিয়ার সরকার রিফাত, লায়ন্স স্কুল এন্ড কলেজের বর্তমান শিক্ষার্থী তৌহিদ মুক্তার ও তৌহিদ আল রাজী, আইসিএবির শিক্ষার্থী রওশন সাদিক শিফাত, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মোবিন সরকার রাফি প্রমূখ।
শিক্ষার্থীরা তাদের বলেন, ছাত্রদের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও এ স্বাধীনতা বাংলাদেশের সব মানুষের। তবে এ আন্দোলনে শহীদদের ভুলে যেন না যাই। এ মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব। এখন আমাদের চাওয়া সৈয়দপুরের উন্নয়ন। এজন্য সৈয়দপুরকে আমাদের ঢেলে সাজাতে হবে। সৈয়দপুরকে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করতে হবে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা যে কাজ করছি তাতে আপনাদেরও সঙ্গ দরকার। স্থানীয় দলীয় নেতাকর্মীদের প্রতি হুশিয়ারি দিয়ে তারা বলেন অন্যায় অপকর্ম করলে ছাত্র সমাজ ছাড় দিবেনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ যদি ফায়দা হাসিল করতে চায় তাহলে তাদের জানানোর অনুরোধ করেন তারা। মতবিনিময়সভায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।