দেশের বিভিন্ন স্থানে বাড়ি ঘর ও মন্দিরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ এবং সাম্প্রদায়িক আক্রমণকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী সদর উপজেলা শাখা।
শনিবার (১০ আগষ্ট) সকাল থেকে আবাল বৃদ্ধ বনিতা শহরের জড়ো হতে থাকে। কোথাও ছিল না তিল ঠাঁই। এরপরে দুপুরের দিকে জেলা শহরের শিবমন্দির থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি ডালপট্টি হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌরঙ্গি মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়।
বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে মানববন্ধনে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিকেন্দ্রজিৎ রায় মিরু জানান, আমরা এই দেশেরই নাগরিক। আমাদের উপর হামলা হবে কেন? বাড়ি ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ হবে কেন? মন্দির একটি ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে (মন্দিরে) হামলা কেন? বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা একে অপরের পরিপুরক।
বাংলাদেশ হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক বিপুল রায় তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার পতনের পরপরই দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘূ হিন্দুদের বাড়ি ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করে দুর্বৃত্তরা। নিরাপত্তাহীনতায় ভুগছে সনাতন ধর্মাবলম্ভীরা। অনেকেই বাড়ি ছেড়ে রাতের আঁধারে পরিবার পরিজন নিয়ে পালিয়ে গেছেন। মার ডাং এ ভয়ে ঘর থেকে বেড়িয়ে পড়েছেন অনেকে।
আমরা এই আতঙ্ক থেকে মুক্তি চাই এবং এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই। অন্যথায় হিন্দুরা ঘরে বসে থাকবেনা বলে হুশিয়ারী দেন।
এসময় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার সাহা, বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক বর্ষা রায়, আলিফ সিদ্দিকী প্রান্ত, মাহমুদ হাসান ও অরন্দিম রায় নির্লয় প্রমুখ। এতে হিন্দু ধর্মীয় সংগঠনসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের সদস্যরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
নতুন বছরে সোনার দামে রেকর্ড
নতুন বছর শুরুর পর প্রথমবারের মতো দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম বাড়ানোর…