দেশের চলমান বর্তমান অবস্থাকে পুঁজি করে কিছু দুর্বিত্ত সারাদেশের ন্যায় বিভিন্ন এলাকায় লুটপাট ও অগ্নি সংযোগের মত ঘটনা ঘটিয়ে চলছে।
তারই প্রতিবাদে দেশের সকল শ্রেনি পেশার মানুষ ও বিশেষ করে সংখ্যালঘু পরিবারদের উপড় যেন কোন প্রকার নিপিড়ন নির্যাতন কেউ যেন চালাতে না পারে এবং ধ্বংসাত্বক কর্মকাকান্ড শক্ত হাতে দধন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জণতা সভা সমাবেশ ও মাইক দিয়ে প্রচারের মাধ্যমে সাধারন জণসাধারনকে সর্বদা সচেতন করছেন। এছাড়াও ডিমলা উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠন ও জামায়াতে ইসলামী বাংলাদেশসহ সকল অঙ্গ সংগঠন উপজেলা সদরের সকল দাপ্তরিক প্রধান, গ্রামগঞ্জে ও সংখ্যালঘুদের সাথে তাদের সার্বিক নিরাপত্তা বিষয়ে দফায় দফায় দিনরাত আলোচনা করে তাদের অভয় দিচ্ছেন। এবং ঝুকিপুর্ন এলাকা গুলিতে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাত জেগে পাহারা দিচ্ছেন দলীয় নেতাকর্মিরা। তাদের আশ্বাসে ডিমলায় প্রতিটি মানুষের মাঝে আস্থার সঞ্চার ঘটেছে। এবং সাধারন মানুষ ব্যবসায়ীসহ সর্বস্তরের জণতা তাদের নিজ কর্মে ফিরে আসতে দেখা গেছে। বর্তমানে ডিমলা উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…