কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষে নিহত হয়েছেন ঢাকা কলেজের ছাত্রলীগের সদস্য সবুজ আলী (২৩) নামের এক শিক্ষার্থী। সবুজ আলী নিহতের ঘটনায় বিএনপি জামায়াত শিবিরের হামলার অভিযোগ তুলে গতকাল বুধবার (১৭ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন ও বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হত্যার প্রতিবাদে জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ সমাবেশ করেছে।
নিহত সবুজ মিয়া ঢাকা কলেজের স্নাতকোত্তর পরিসংখ্যান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি উত্তর ছাত্রাবাসের ২০৫ নম্বর কে থাকতেন। সবুজ মিয়া নীলফামারী জেলা সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়াবাংলা বাজার গ্রামের ভ্যান চালক রহিম বাদশার ছেলে। তার মা সুর্য বানু একজন ভিক্ষুক। চার ভাই এক বোনের মধ্যে সবুজ তৃতীয়।
ছাত্রলীগ সুত্র মতে, মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষে ঢাকা কলেজে সবুজ প্রথমে আহত হয়। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। যা ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সবুজ নিহতের ঘটনাকে বিএনপি ও জামায়াত শিবিরের হামলার অভিযোগ তুলে নীলফামারী জেলা আওয়ামী লীগ অভিযোগ করেছে। আজ বুধবার দুপুরে চৌরঙ্গী মোড়ে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারন স¤পাদক মমতাজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। তিনি ছাত্রলীগ কর্মী সবুজকে কোটা আন্দোলনে বিএনপি ও জামায়াত শিবিরের ক্যাডাররা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন। নুর বলেন, কোটা আন্দোলন কারীদের ভেতরে বিএনপি ও জামায়াত শিবির প্রবেশ করেছে। এরা দেশকে অচল করার পায়তারা করছে। এদের বিরুদ্ধে রুখে দাড়াতে সকলকের প্রতি আহবান জানান নুর।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারন স¤পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারন স¤পাদক আরিফ হোসেন মুন, জেলা আওয়ামী লীগের সাংগঠসিনক স¤পাদক আমজাদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান আপেল, সাধারন স¤পাদক মাসুদ সরকার প্রমুখ।
এ ছাড়া বিকালে সবুজ হত্যার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ শহরে প্রতিবাদ সমাবেশ করে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন স¤পাদক ওয়াদুদ রহমান জানান, সবুজের মরদেহ ঢাকায় ময়না তদন্ত করা হয়। বেলা ৩টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ অফিসের সামনে সবুজের জানাজা শেষে মরদেহ নীলফামারীর দিকে রওনা দিয়েছে। মরদেহ পৌছার পর নীলফামারীতে বৃহস্পতিবার(১৮ জুলাই) সকাল ১০টায় জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।
ঈশান আর্ক এশিয়া স্পোটর্স খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে
স্থপতি নটরডেমিয়ান ও বিকেএসপির প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার মো: শাহরীন আলম শাহ্ ঈশান আর্ক এশিয়া স্পোটর্স শ্রীলঙ্কা-২০২৫ (ভারত,পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কা) খেলতে আগামী ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার যাচ্ছে। ইনষ্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) ক্রিকেট স্কোয়াডে…