২০২৩-২০২৪ অর্থবছরে রংপুর আঞ্চলিক তথ্য অফিস দুই হাজার ৬৪টি কার্যক্রম বাস্তবায়ন করেছে। এর মধ্যে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও আর্থসামাজিক বিভিন্ন বিষয়ে প্রকাশিত তথ্যবিবরণী ৫০২টি। আঞ্চলিক তথ্য অফিসের এসব তথ্যবিবরণী রংপুর বিভাগের বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। গত অর্থবছরে আঞ্চলিক তথ্য অফিস জনস্বার্থ-বিষয়ক সংবাদের ৯৩০টি ক্লিপিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছে। এছাড়া এ অফিসের উদ্যোগে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জীবনমান উন্নয়ন-বিষয়ক ২৫টি ফিচার প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন প্রিন্ট মিডিয়া এসব ফিচার গুরুত্বসহকারে প্রকাশ করেছে। এর পাশাপাশি আঞ্চলিক তথ্য অফিস ২১৮টি প্রেসট্রেন্ড (সংবাদ গতিধারা) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছে। রংপুর বিভাগের দৈনিক পত্রিকাসমূহে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদ ও সম্পাদকীয়ের সার-সংক্ষেপ নিয়ে এসব প্রেসট্রেন্ড তৈরি করা হয়।
রংপুর আঞ্চলিক তথ্য অফিস ২০২৩-২০২৪ অর্থবছরে ভিভিআইপি ও ভিআইপিগণের সফর, রাষ্ট্রীয় অনুষ্ঠান ও সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডের ৩৮৩টি ফটোকাভারেজ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রেরণ করেছে। উল্লিখিত কার্যক্রমের পাশাপাশি এ অফিস গণমাধ্যমের উন্নয়নে সাংবাদিকগণের অংশগ্রহণে ছয়টি মতবিনিময় সভা আয়োজন করে।