২০২৩-২০২৪ অর্থবছরে রংপুর বিভাগের আট জেলায় জটিল রোগে আক্রান্ত দুই হাজার ৩৬৩ জনের মাঝে মোট ১১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। আর্থিক সহায়তাপ্রাপ্ত রোগীদের মধ্যে রংপুর জেলার ৪১৮ জন, দিনাজপুর জেলার ৬৫০ জন, গাইবান্ধা জেলার ১২০ জন, কুড়িগ্রাম জেলার ২৭২ জন, লালমনিরহাট জেলার ৩০০ জন, নীলফামারী জেলার ২৪০ জন, ঠাকুরগাঁও জেলার ২৪৮ জন এবং পঞ্চগড় জেলার ১১৫ জন। জটিল রোগে আক্রান্ত এসব রোগীর প্রত্যেকেই ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন। সমাজসেবা অধিদফতর ২০১৩-২০১৪ অর্থবছর থেকে জটিল রোগে (ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্রোগ ও থ্যালাসেমিয়া) আক্রান্ত গরিব রোগীদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। উল্লেখ্য, সমাজসেবা অধিদফতর ২০২৩-২০২৪ অর্থবছরে সারা দেশে জটিল রোগে আক্রান্ত ৪০ হাজার রোগীর চিকিৎসা সহায়তা হিসাবে মোট ২০০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে।
রংপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
তথ্যই শক্তি জানব জানাবো, দুর্নীতি রুখবো স্লোগানে রংপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২শে ডিসেম্বর) বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই…