রংপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯শে জুন) সকালে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ এই প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন। ছয় তলা-বিশিষ্ট এই প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের ভবন নির্মাণে মোট ৯ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় হয়েছে। বিক্রয়কেন্দ্র ছাড়াও ভবনটিতে রয়েছে বিভাগীয় ও জেলা কর্মকর্তার কার্যালয়, প্রশিক্ষণকক্ষ ও ল্যাবরেটরি।
ভবন উদ্বোধন শেষে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচির (উদকনিক) উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘উদকনিক’ উত্তরাঞ্চলের দরিদ্র পুরুষ ও মহিলাদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ঋণ বিতরণ করেছে। যা উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করেছে। তিনি উদ্যোক্তাদের গুণগতমান বজায় রেখে পণ্য উৎপাদনের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তৃতায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন বলেন, নিজে উদ্যোক্তা হলে চলবে না, অন্যকেও উদ্যোক্তা হতে সহযোগিতা করতে হবে। বিআরডিবির উদ্যোক্তাদের পণ্য উৎপাদনের পাশাপাশি পণ্যের ব্র্যান্ডিংয়ে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। তিনি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিভিন্ন মেলায় প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আব্দুল গাফ্ফার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ও উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচির (উদকনিক) পরিচালক ফেরদৌস মামুন শিমুল। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও উদ্যোক্তগণ উপস্থিত ছিলেন।