দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার মিম (১২) নামে এক পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গত ২৫ জুন মঙ্গলবার উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের মৌলভীর মোড় নামক স্থানে একটি পুকুরে ঘটেছে। মিম ওই ইউনিয়নের সাবাদিপাড়ার আব্দুর রশিদের মেয়ে এবং পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, মিম তার মামাকে দুপুরের খাবার দিয়ে ফিরে এসে ৩ জন মিলে ওই পুকুরে গোসল করতে নামে। তারা এক সঙ্গে গোসল করলেও মিম পুকুরে ডুব দিয়ে আর উঠেনি। এসময় তার অপর ২ সঙ্গী চিৎকার করে উঠলে স্থানীয় লোকজন ছুটে এসে পুকুরের মধ্যে তাকে খুঁজতে শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে দীর্ঘ সময় পর তার সন্ধান মিলে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আপত্তি না থাকায় মিমের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।