‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে নীলফামারীর ছয় উপজেলার পাটচাষীদের নিয়ে পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ জুন দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে (অডিটোরিয়ামে) আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বিএডিসির বীজ উৎপাদন খামারের সহকারী পরিচালক মো. হারুন, পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সোলায়মান আলী, জেলা পাটচাষী সমিতির সভাপতি আবু হানিফ, পাটচাষী অলিয়ার রহমান,জয়নাল আবেদীন ও ডোমার উপজেলার জাহেনুর ইসলাম প্রমুখ।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’ শ্লোগানে এগিয়ে যাচ্ছে পাট অধিদপ্তর। তিনি বলেন, পাট চাষাবাদের সম্প্রসারণ ঘটানো এবং দেশীয় পাট বীজ উৎপাদন করে পাট উৎপাদন করা। এজন্য পাটচাষীদের প্রশিক্ষণ এবং বীজ ও সার বিনামুল্যে দেয়া হচ্ছে চাষীদের মধ্যে।
অনুষ্ঠানের সভাপতি বলেন, পাট আমাদের ঐতিহ্য, সোনালী পাট শতভাগ মানুষের উপকারে আসে। প্রায় ১৪-১৫ মেট্রিকটন কার্বণডাই অক্সাইড পাট গ্রহন করে। অপরদিকে ১৫-১৬ মেট্রিকটন অক্সিজেন ছেড়ে দেয় যা মানুষে দেরেহ উপকারে আসে। কাজেই প্রত্যেক পাটচাষীকে নিজ উদ্যোগে পাট বীজ উৎপাদন করে অন্ততপক্ষে নিজের কৃষির চাহিদা মিটাতে হবে।
তিনি বলে, সরকার পাটের উন্নয়নের জন্য সর্বশক্তি দিয়ে কাজ করে যাচ্ছে। অপরদিকে, বিনামূল্যে সার বীজ কৃষকের মাঝে বিতরণ করে আসছে। জেলার ছয় উপজেলার দুইশতাধিক চাষি সমাবেসে অংশ গ্রহন করে।
আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
নীলফামারীর ডিমলায় ডিমলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ট্রফি উন্মোচন ও উদ্বোধন করেন ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আরাফাত…