নীলফামারী পৌর হাজি কল্যাণ সমিতির উদ্যোগে ১লাখ ৪হাজার ৫’শ টাকার অনুদান দেয়া হয়েছে। এরমধ্যে ১১জন শিক্ষার্থীকে এককালিন শিক্ষাবৃত্তি এবং দুই জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
গতকাল শনিবার দুপুরে মার্কাস মসজিদ সংলগ্ন রহমানিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
নীলফামারী পৌর হাজি কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা হাজি কল্যাণ সমিতির সভাপতি ময়েজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, পৌর হাজি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও নীলফামারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক নুরুল করিম বক্তব্য দেন।
নীলফামারী পৌর হাজি কল্যাণ সমিতির অর্থ সম্পাদক জহুরুল হক শাহ জানান, মেধাবী দুই শিক্ষার্থীকে ১০হাজার করে ২০হাজার, ৯জনের মাঝে ৮হাজার ৫’শ করে ৭৬ হাজার ৫’শ টাকা এবং চিকিৎসা সহায়তা হিসেবে ২জনের মাঝে ৪হাজার করে ৮ হাজার টাকা দেয়া হয়।
নীলফামারী পৌর হাজি কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবহান জানান, দরিদ্র মেধাবী ১১ শিক্ষার্থীর মধ্যে ৮জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে এবং তিনজন মাদরাসা শিক্ষার্থী দাওরা হাদিসে অধ্যয়ন করছে।
প্রতি বছর দরিদ্র মেধাবীদের হাজি কল্যাণ সমিতির পক্ষ্য থেকে আমরা সহায়তা করে থাকি।
আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
নীলফামারীর ডিমলায় ডিমলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ট্রফি উন্মোচন ও উদ্বোধন করেন ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আরাফাত…