বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ‘মেকানিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ল্যাবরেটরি’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ঠা জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গ্যারেজ রোডে নতুন একতলা ভবনসহ এই ল্যাবের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ শরিফুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ ফেরদৌস রহমান, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম-সহ ইইই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এই ল্যাবরেটরি ইইই বিভাগের শিক্ষার্থীদের বড়ো পরিসরে ব্যাবহারিক কার্য সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রংপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
তথ্যই শক্তি জানব জানাবো, দুর্নীতি রুখবো স্লোগানে রংপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২শে ডিসেম্বর) বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই…