বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর উপজেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে শহরে মানববন্ধন করা হয়। আজ ৪ জুন (মঙ্গলবার) সকাল ১১ টার শহীদ ডাঃ জিকরুল হক সড়কস্হ স্বাধীনতা ভবনের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে বত্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মীর্জা সালাউদ্দিন বেগ, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা মোনায়মুল হক, বীরমুক্তিযোদ্ধা ফজলু হক, বীরমুক্তিযোদ্ধা আল সামসুল হক সরকার এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সুজাউদ্দৌল্লা সুজা প্রমুখ।
বক্তারা বলেন, প্রয়াত নঈম খাঁন স্বাধীনতার বিপক্ষে থাকার পরও ম্বাধীনতায় সক্রীয় ভূমিকা রেখেছিলেন মর্মে এক তদন্ত প্রতিবেদন দাখিল করেন নীলফামারী জেলার সিআইডির পুলিশ পরিদর্শক মো রেজাউল করিম। এ প্রতিবেদনে তারা মনে করেস এতে করে দেশের সকল মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে, তাই তদন্ত কর্মকর্তার অপসারনসহ স্বাধীনতা ভবনের বর্ধিতাংশে অবস্হিত মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কার্য্যলয় ভাংচুর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল ছবি অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সুজাউদ্দৌল্লাহ বলেন, নীলফামারীর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ কিনেছেন বলে দাবী করেন। কিন্তুু কার কাছে তিনি রেলের জমি ক্রয় করলেন তা জানতে চান। জোরপূর্বক আমাদের অফিস দখল করেছেন অবিলম্বে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কার্য্যলয়টির দখল ছেড়ে দেবার হুমকি প্রদান করেন। না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।
তারা দাবী করেন উল্লেক্ষিত ঘটনার সুষ্ট তদন্ত, সমাধান ও বিচারের দাবীতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে স্বারকলিপি প্রদান করা হবে।